জর্জিয়ায় সিনেট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের সিনেট নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। রিপাবলিকান প্রার্থী কেলি লফলার ও ডেভিড পের্ডু এবং ডেমোক্র্যাট প্রার্থী রাফায়েল ওয়ার্নক ও জোন অসফের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে।

কংগ্রেসে পুরোপুরি নিয়ন্ত্রণ আনতে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের ডেমোক্র্যাটিক দলের দুটি আসনেই বিজয় নিশ্চিত করতে হবে।

অন্যদিকে, বিদায়ী রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির সিনেটে নিয়ন্ত্রণ ধরে রাখতে কেবল একটি আসনে জয়ের প্রয়োজন।

এই চার প্রার্থীই কেউই নভেম্বরে অনুষ্ঠিত নির্বাচনে জয়ের জন্য প্রয়োজনীয় ৫০ শতাংশ ভোট পাননি। জর্জিয়ার নির্বাচনী বিধি অনুযায়ী তাই সেখানে আবার ভোট হচ্ছে।

জর্জিয়ার ১৫৯ কাউন্টির নির্বাচনী কর্মীরা এখন পর্যন্ত ৯৮ শতাংশ ভোট গণনা করেছেন। গণনায় ডেমোক্র্যাট প্রার্থী রাফায়েল ওয়ার্নক রিপাবলিকান প্রার্থী কেলি লফলারের চেয়ে এগিয়ে আছেন। অন্যদিকে সমানতালে চলছেন ডেভিড পের্ডু ও জোন অসফ।

স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে ৮টা পর্যন্ত বুথফেরত জরিপে ৪০ শতাংশ ভোট গণনা করা হয়। বুথফেরত জরিপে রিপাবলিকানদের পক্ষে ৪৯ শতাংশ ও ডেমোক্র্যাটদের পক্ষে ৪৮ শতাংশ সমর্থন দিয়েছে।

কৃষ্ণাঙ্গদের ২৯ শতাংশ ভোট রয়েছে। তাদের ভোট ডেমোক্র্যাট প্রার্থীর পক্ষে। আর সংখ্যাগরিষ্ঠ শ্বেতাঙ্গদের ভোট রিপাবলিকানদের পক্ষে।

নভেম্বরে অনুষ্ঠিত মার্কিন নির্বাচনে নিজেদের পছন্দের ছাপ রয়েছে জর্জিয়ার নির্বাচনেও। ট্রাম্পের সমর্থক জর্জিয়াবাসীরা পের্ডু ও লফলারকে ভোট দিচ্ছেন। আর বাইডেনের সমর্থকেরা ভোট দিচ্ছেন ওয়ার্নক ও অসফকে।

অসফ ও ওয়ার্নক দুজন জিতে গেলে হোয়াইট হাউস, সিনেট ও হাউস অব রিপ্রেজেনটেটিভে ডেমোক্র্যাটদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।

অসফ ও ওয়ার্নক দুজন জিতে গেলে হোয়াইট হাউস, সিনেট ও হাউস অব রিপ্রেজেনটেটিভে ডেমোক্র্যাটদের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *