ভারতীয় জাতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। দেশ-বিদেশের অসংখ্য ভক্ত অধীর আগ্রহ নিয়ে বারবার খোঁজ নিচ্ছেন কেমন আছেন প্রিয় দাদা।
প্রকাশিত প্রতিবেদন থেকে জানা যায়, বর্তমানে আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে আছেন সৌরভ। আপাতত ভাল আছেন তিনি। নিয়মিত খাবার খাচ্ছেন, ঘুমও ভালো হচ্ছে।
হাসপতাল সূত্রে জানা গেছে, প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভকে সুস্থ করে তোলার জন্য নয় জন বিশেষজ্ঞ নিয়ে একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। এই বিশেষজ্ঞ দলের সদস্যরা সৌরভের চিকিৎসা সম্পর্কিত যাবতীয় বিষয়গুলি দেখছেন।