পাকিস্তানে ১১ খনি শ্রমিক নিহত আইএসের দায় স্বীকার

আন্তর্জাতিক

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে একটি কয়লা খনির ১১ জন শ্রমিককে হত্যার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ।

শনিবার জঙ্গিরা ওই শ্রমিকদের অপহরণ করার পর খনির কাছেই তাদের হত্যা করে। খবর বিবিসির

নিহত শ্রমিকরা শিয়া সম্প্রদায়ের হাজারা জনগোষ্ঠীর সদস্য। শিয়া ধারার অনুসারী হওয়ায় এই গোষ্ঠীটি বারবার উগ্রপন্থীদের হামলার শিকার হয়েছে।

এই ঘটনাকে ‘অমানবিক সন্ত্রাসী কর্মকাণ্ড’ বলে বর্ণনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান

শনিবার রাতে আফগানিস্তান সীমান্তের নিকটবর্তী ছোট শহর মাচের কাছে হামলার এ ঘটনা ঘটে।  জঙ্গিরা ওই শ্রমিকদের তাদের বাড়ি থেকে অপহরণ করে নিকটবর্তী পার্বত্য এলাকায় নিয়ে যায়।

ঘটনাস্থলেই ছয় শ্রমিককে মৃত অবস্থায় পাওয়া যায়। গুরুতর আহত অবস্থায় বাকি পাঁচজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তারা মারা যান।

হত্যাকাণ্ডের বিচার দাবি করে বিক্ষোভকারীরা মরদেহগুলো প্রধান সড়কে রেখে গাড়ি চলাচল বন্ধ করে দেয়। দায়ীদের গ্রেপ্তার করার প্রতিশ্রুতি দিয়েছেন কর্মকর্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *