কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি ২০২০ সালে

কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি ২০২০ সালে

বাংলাদেশ
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বের পর্যন্ত গত চালানো বিভিন্ন অভিযানে মাদক পাচারসহ অন্যান্য চোরাচালানে জড়িত থাকার অভিযোগে ৩ হাজার ৫৯৪ জনকে আটক করেছে বিজিব।
বিজিবির পাঠানো ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, এসময়ে অবৈধভাবে সীমান্ত পার করার জন্য ৪৬ বাংলাদেশি, ১৩ ভারতীয় এবং পাঁচজন নাইজেরিয়ার নাগরিককে আটক করেছে সীমান্ত রক্ষী বাহিনীর সদস্যরা।
বিজিবি সদরদপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো শরিফুল ইসলাম জানান, জব্দ করা মাদকের মধ্যে প্রায় এক কোটি ৮ লাখের ইয়াবা ট্যাবলেট, ৫ লাখ ৩৫ হাজার বোতল ফেনসিডিল, এক লাখ ১৫ হাজার বোতল বিদেশি মদ,
৬ হাজার ৩৩৯ লিটার বাংলা মদ, ১০ হাজার ৪১৬ ক্যান বিয়ার, ৬২৪ কেজি মারিজুয়ানা, ২২ কেজি ১৭ গ্রাম হেরোইন, ৬৪ হাজার ১৬৯টি সেনেগ্রা ট্যাবলেট, ৪৬ হাজার ৬২১টি উত্তেজক ইনজেকশন এবং ৩০ লাখ ২৩ হাজার অন্যান্য ট্যাবলেট রয়েছে।
জব্দ করা অন্যান্য চোরাচালান দ্রব্যের মধ্যে রয়েছে ৮৭ কেজি ৭৬৬ গ্রাম সোনা, ২১৬ কেজি ৭১৭ গ্রাম রূপা, ৩৩ হাজার ৩৬৬টি শাড়ি, ৯ হাজার ৪৪০টি থ্রিপিস ও শার্টপিস, ১৪ হাজার ৯৬৭টি তৈরি পোশাক, ৩ হাজার ৮২৯ কেজি চা পাতা এবং ৪০টি কস্টি পাথরের মুর্তি
এছাড়া বিজিবি ৩৩টি পিস্তল, একটি রিভলভার, ৯০টি বন্দুক, ৩৫টি ম্যাগাজিন, ১০ হাজার ৪৭৩টি গোলাবারুদ এবং ২ কেজি ২০০ গ্রাম গান পাউডার উদ্ধার করেছে। ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *