ভারতে তিন বছরের জন্য নিষিদ্ধ শাকিবের নায়িকা

ভারতে তিন বছরের জন্য নিষিদ্ধ শাকিবের নায়িকা

বিনোদন

চলচ্চিত্র অভিনেত্রী জাহারা মিতু। শাকিবের নায়িকা হয়ে এরই মধ্যে বদিউল আলম খোকন পরিচালিত ‘আগুন’ সিনেমায় কাজও করেছেন তিনি। এরপর ভারতে তিন বছরের জন্য নিষিদ্ধ হলেন এ নায়িকা।

কথা ছিল, ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা দেবের সঙ্গে ‘কমান্ডো’ ছবিতে অভিনয় করবেন জাহারা মিতু। তবে সে আশা নিমিষেই ধুলোয় মিশে গেলো তার।

জানা গেছে, জাহারা মিতু সম্প্রতি চুক্তিবদ্ধ হয়েছিলেন দেবের বিপরীতে ‘কমান্ডো’ ছবিতে। সেই সিদ্ধান্ত অনুযায়ী কলকাতায় গত ১৮ ডিসেম্বর থেকে শুটিংয়ে অংশ নেয়ার কথা তার। কিন্তু পরিচালক শামীম আহমেদ রনি মিতুকে ছাড়াই শুটিং শুরু করেন সেখানে।

পরে বেরিয়ে এলো আসল সত্য। জানা গেছে, তথ্য গোপন করার কারণে মিতুকে তিন বছরের জন্য ভারতীয় হাইকমিশন ভিসা স্থগিত করেছে। শারীরিক অসুস্থতার কারণ জানিয়ে চিকিৎসা নিতে যাবেন বলে ভিসা আবেদনে উল্লেখ করেছিলেন তিনি।

কিন্তু হাইকমিশন তদন্ত করে জানতে পারে, মিতু আসলে অসুস্থ নন। এই কারণে মিথ্যা বলায় তিন বছরের জন্য নিষিদ্ধ হয়েছেন তিনি।

এই প্রসঙ্গে মিতুর সঙ্গে কথা হলে তিনি জানান, এ বিষয়ে কিছুই জানেন না তিনি। অবশ্য এ নিয়ে মুখ খুলেছেন ছবিটির ব্যবস্থাপক শরীফ উদ্দিন। তিনি বলেন, আমরা চেয়েছিলাম মিতুর পুরো অংশটুকু কলকাতায় শুটিং করতে। কিন্তু ভিসা জটিলতার কারণে এখন বাংলাদেশে শুটিং করতে হবে। সব ঠিক থাকলে ১৬ ডিসেম্বর থেকে চাঁদপুরে মিতুকে নিয়েই শুটিং শুরু করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *