লা লিগায় শনিবার রাতে সেল্টা ভিগোকে ২-০ গোলে হারিয়েছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ। লিগে রিয়ালের এটি সাত ম্যাচে অপরাজিত থাকার ম্যাচ। এ জয় দিয়েই অ্যাতলেটিকো মাদ্রিদকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান দখল করেছে জিনেদিন জিদানের দল। রিয়ালের জয়ে গোল পেয়েছেন লুকাস ভাসকেজ ও মার্কো এসেনসিও।এই মৌসুমে রিয়ালের হয়ে দুর্দান্ত খেলছেন দলটির স্প্যানিশ ফুটবলার লুকাস ভাসকেজ।
জিদান যেখানে প্রয়োজন তাকে সেখানেই খেলাচ্ছেন, কখনো উইঙ্গে আবার কখনো মিডফিল্ড কিংবা ডিফেন্সে। ভাসকেজও অসাধারণ খেলা উপহার দিয়ে আসছেন। শনিবার যেমন খেলতে নেমেছিলেন আক্রমণ ভাগে। আলফ্রেডো ডি স্টেফানো স্টেডিয়ামে ম্যাচের ছয় মিনিটের সময় তার গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ।
অবশ্য রিয়ালের চেয়ে এই ম্যাচে সব দিক দিয়ে আধিপত্য বেশি ছিল সেল্টা ভিগোরই। তবুও হার বরণ করতে হয় তাদের। ম্যাচের দ্বিতীয়ার্ধে রিয়াল পায় তাদের দ্বিতীয় গোলটি, যা করেন মার্কো এসেনসিও। ফলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিশ্চিত হয় তাদের। এ জয়ে ১৭ ম্যাচে ৩৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। রিয়ালের চেয়ে তিন ম্যাচ কম খেলা অ্যাতলেটিকোর পয়েন্ট ৩৫। ১৭ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে সেল্টা ভিগো আছে অষ্টম স্থানে।