আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি আগামী মৌসুমে ‘ফ্রি’ হয়ে যাবেন। তখন বার্সেলোনা ছাড়তে আর কোনো বাধা থাকবে না তার। ইচ্ছে করলে যোগ দিতে পারবেন ম্যানচেস্টার সিটিতে কিংবা ফরাসি ক্লাব পিএসজিতে। আমেরিকার মেজর লিগ সকারে খেলার ব্যাপারেও ইঙ্গিত দিয়েছিলেন মেসি।
আন্তর্জাতিক গণমাধ্যম দাবি করছে, বার্সেলোনার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হলে যুক্তরাষ্ট্রে পাড়ি জমাবেন মেসি। যুক্তরাষ্ট্রের ফ্লোরিডাতে ইতোমধ্যে একটি বাড়ি কিনে রেখেছেন আর্জেন্টাইন তারকা। বাংলাদেশি টাকায় যার মূল্য নাকি ৮৩ কোটি টাকার মতো।
মেসি আমেরিকার মেজর লিগ সকারে খেলতে যাচ্ছেন কিনা তা নিয়ে এখনো নির্ভরযোগ্য তথ্য জানা যায় নি। সাম্প্রতিক সময়ে প্রকাশিত নানা খবর ইঙ্গিত দিচ্ছে আমেরিকায় যেতে পারেন মেসি। তবে এরপরও মেসি কোথায় যাবেন তা নিয়ে রয়েছে ধোঁয়াশা।
যুক্তরাষ্ট্রে ইন্টার মিয়ামি ক্লাবে খেলার ইচ্ছে পোষণ করেছেন মেসি। ফ্ল্যাট কেনার খবরে আমেরিকায় পাড়ি দেওয়ার বিষয়টি জোড়ালো হয়েছে আরো। মেসির এই ফ্ল্যাট থেকে ইন্টার মিয়ামির স্টেডিয়ামের দূরত্ব মাত্র ২৫ মিনিট। যে ক্লাবের মালিক আরেক সাবেক ফুটবলার ডেভিড বেকহ্যাম।
মেসির আমেরিকা পাড়ি জমানোর ব্যাপারটা এখনো গুঞ্জনেই সীমাবদ্ধ। শেষ পর্যন্ত তিনি আমেরিকায় যান কিনা সেটাই দেখার বিষয়।