সিলেট-বিয়ানীবাজার সড়কের হেতিমগঞ্জ এলাকায় ট্রাকের পেছনে মাইক্রোবাসের ধাক্কায় মাইক্রোর গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণ ঘটে আগুনে পুড়ে শিশুসহ চারজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত তিনজন ছিলেন মাইক্রোবাস যাত্রী এবং শিশুটি ছিলো পাশের কলোনির।
পুলিশ জানায়, বুধবার ভোর সাড়ে ৫টার দিকে সিলেট-জকিগঞ্জ সড়কের হেতিমগঞ্জ পশ্চিম বাজার এলাকার স্থানে মালবাহী ট্রাকের (ঢাকা মেট্রো ট- ২২৫২৪৭) পেছনে যাত্রীবাহী মাইক্রো ধাক্কা দেয়। এতে প্রাইভেট কারের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এসময় অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই ৩ জন যাত্রী মারা যান।
এছাড়া গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে পাশের কলোনিতে গিয়ে মাথার ওপর পড়লে হাছান (৮) নামে আরেক শিশু নিহত হয়। শিশুটি ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর গ্রামের পিকআপ চালক মঞ্জু মিয়ার ছেলে। এ ঘটনায় আরো একজন আহত হয়েছেন।
গোলাপগঞ্জ থানার ওসি মো. হারুন উর রশিদ চৌধুরী দুর্ঘটনার তথ্য নিশ্চিত করে বলেন, স্থানীয়রা উদ্ধারকর্মীদের সহোযোগিতা করেছে। পুলিশের পক্ষ থেকে খোঁজ নেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মাইক্রোবাস এসে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছন থেকে ধাক্কা দেয়। এর ফলে মাইক্রোবাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ভেতরে আগুন ধরে যায়। রাস্তা খালি থাকায় দ্রুত গতিতে চলছিলো মাইক্রোবাসটি। ধাক্কা লাগার পর ট্রাকের পেছনের দুটি চাকায়ও আগুন লেগে যায়।
সূত্রমতে, সিলেট ওসমানী হাসপাতালে যাত্রী দিয়ে ফিরছিলো মাইক্রোবাসটি। যারা মারা গেছেন তারা তিনজন একই পরিবারের সদস্য। সংশ্লিষ্টরা ধারণা করছেন মূলত কুয়াশার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে।