বাংলাদেশ শান্তি চায়, যুদ্ধ চায় না: প্রধানমন্ত্রী

বাংলাদেশ

আওয়ামী লীগ সরকার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় প্রতিটি বাহিনীর সক্ষমতা বৃদ্ধি করছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন- ‘বাংলাদেশ শান্তি চায় যুদ্ধ চায় না’।

আজ বুধবার (৩০ ডিসেম্বর) চট্টগ্রামে বাংলাদেশ নৌবাহিনীর শীতকালীন কুচকাওয়াজ অনুষ্ঠানে ভার্চুয়ালি বক্তব্যে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে যা যা করা দরকার আওয়ামী লীগ সরকার তাই করছে জানিয়ে বঙ্গবন্ধু কন্যা বলেন- ‘অতীতের সরকারগুলো কেউই সমুদ্র সীমা উদ্ধারের বিষয়ে কোনো উদ্যোগ নেয়নি’।

উল্লেখ্য- ২৭টি যুদ্ধজাহাজ ও সাবমেরিনে এখন ত্রিমাত্রিক বাহিনী হয়েছে নৌবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *