মরিসিও পচেত্তিনো আনুষ্ঠানিকভাবে প্যারিস সেন্ট জার্মেইর সাথে চুক্তি সম্পাদন করেছেন। ইটালির বিখ্যাত সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তার টুইটারে বিষয়টি জানিয়েছেন। তার তথ্যানুযায়ী রবিবার ফরাসী ক্লাবের সাথে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন পচেত্তিনো। ক্রিসমাসের আগে কোচ টমাস টুখেলকে বরখাস্ত করেন পিএসজি। তখন থেকেই পরবর্তী কোচ হিসেবে পচেত্তিনোর নাম আলোচিত হচ্ছিল। জানা গেছে পচেত্তিনো পারিশ্রমিক হিসেবে বছরে ৫৪ লক্ষ পাউন্ড পাবেন। গত বুধবার পিএসজি তাদের কোচ টমাস টুখেলকে বরখাস্ত করে। অথচ সেদিনই তারা ৪-০ গোলে পরাজিত করেছিল রেসিং স্ট্রাসবোর্গকে।
স্কাই জার্মানির তথ্যানুযায়ী পিএসজির স্পোর্টিং ডাইরেক্টর লিওনার্দো বরখাস্ত করেন কোচ টুখেলকে। টুখেলের অধীনে পিএসজির অর্জন মোটেও কম নয়। চার মাস আগেই তারা খেলেছে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে। গত মৌসুমের মাঝামাঝি সময়ে টটেনহ্যাম বরখাস্ত করে পচেত্তিনোকে। এর পর থেকে তিনি বেকারই ছিলেন। কোচ হওয়ার ব্যাপারে পচেত্তিনোর সাথে যোগাযোগ করেছিল বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ এবং ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু তিনি সে সব প্রস্তাবে রাজী হননি। এখন তিনি মনের মতো দলে যোগ দিতে পেরেছেন। যেটিকে সাফল্য এনে দেয়ার জন্য খেলোয়াড় কিনতে অর্থের কোন সমস্যায় ভুগতে হবে না তাকে।