কাশ্মীরে স্থানীয় নির্বাচনে বিজেপিবিরোধীদের জয়ে ৭৫ নেতাকর্মী গ্রেফতার

আন্তর্জাতিক

কাশ্মীরের জেলা নির্বাচনে প্রধানমন্ত্রী নরেন্দ্রবিরোধী জোটের জয় পাওয়ার পর রাজ্যের অন্তত ৭৫ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ভারতীয় কর্তৃপক্ষ। শনিবার কাশ্মীরের রাজনৈতিক নেতা ও পুলিশ কর্মকর্তাদের বরাতে এ তথ্য নিশ্চিত হয়েছে। খবর রয়টার্স।

গত ২৮ নভেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত আট ধাপের জেলা উন্নয়ন কাউন্সিল নির্বাচন হয়। বুধবার প্রকাশিত ফলে দেখা গেছে, ২৮০ আসনের মধ্যে পিএজিডি পেয়েছে ১১২টি, বিজেপি ৭৪টি এবং জোটের সমর্থনকারী কংগ্রেস ২৬টি আসন পেয়েছে। গত বছর কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিলের পর প্রথম নির্বাচনে মোদি সরকারের বিরুদ্ধে নিজেদের অবস্থান জানান দিল কাশ্মীরিরা।

নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের এক কর্মকর্তা জানান, গ্রেফতারকৃতদের মধ্যে বিচ্ছিন্নতাবাদী নেতা ও নিষিদ্ধ ঘোষিত দল জামায়াতে ইসলামীর সদস্যরা রয়েছেন । ন্যাশনাল কনফারেন্সের প্রধান ওমর আবদুল্লাহ জানিয়েছেন, জোটের এ বিজয় এটাই দেখিয়েছে যে কাশ্মীরের বিশেষ রাজ্যের মর্যাদা বাতিলে মোদির সিদ্ধান্ত রাজ্যের বাসিন্দারা মেনে নেয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *