নতুন অভিজ্ঞতায় বাঁধন

বিনোদন

চলতি সময়ের জনপ্রিয় মডেল-অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ছোট পর্দার বাইরে গেল বছরের শেষের দিকে একটি চলচ্চিত্রের কাজ শেষ করেন তিনি। এটি এখন মুক্তির অপেক্ষায় আছে। এবার বাঁধন নাম লিখলেন ডিজিটাল প্ল্যাটফরমে। ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জির নির্দেশনায় ওটিটি প্ল্যাটফরম ‘হইচই’ এর নির্মাণাধীন ওয়েব সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’-তে অভিনয় করছেন তিনি। এটি বাংলাদেশের লেখক মোহাম্মদ নাজিম উদ্দিনের লেখা থ্রিলার উপন্যাস। চলতি বছরের শুরুতে সিরিজটিতে পাওলি দাম, জয়া আহসানের মতো অভিনেত্রীদের নাম আগে শোনা গেছে। তবে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে সিরিজটিতে ‘মুশকান জুবেরী’ চরিত্রে জায়গা করে নিয়েছেন বাঁধন।

গত বৃহস্পতিবার ওটিটি প্ল্যাটফরম ‘হইচই’র কলকাতা অফিসে এক সংবাদ সম্মেলনে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন সৃজিত। এই অভিনেত্রীকে নিয়েই চলতি মাসের ১৬ই ডিসেম্বর থেকে শুটিং শুরু হয়েছে। এই কাজের সঙ্গে যুক্ত হওয়া প্রসঙ্গে অভিনেত্রী বলেন, বিভিন্ন সময় ‘মুশকান জুবেরী’ চরিত্রে অনেকের নাম সংবাদপত্রে এসেছে। তবে এই চরিত্রের জন্য সৃজিত মুখার্জির প্রথম পছন্দ আমাকেই ছিল। অবশেষে কাজটি শুরু করতে পেরে আমি খুব আনন্দিত। এই কাজটির জন্য আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। এখনো করছি।

এটির জন্য অনলাইনে আমি প্রায় ছয় মাসেরও বেশি রিহার্সেল করেছি। শুটিংয়ের অভিজ্ঞতা কেমন? উত্তরে তিনি বলেন, এতো বড় অ্যারেঞ্জমেন্টে আমার আগে কাজ করা হয়নি। এটি আমার জন্য নতুন অভিজ্ঞতা বলতে পারি। এ ছাড়া কলকাতার বর্ধমানে দশঘরার একটি বাড়িতে টানা আটদিন শুটিং করেছি। দুপুর থেকে ভোর রাত অবধি কনকনে শীতের মধ্য শুটিং করা হয়েছে।  কথায় কথায় বাঁধন তার সামনের পরিকল্পনা নিয়ে বললেন। তার ভাষ্য, এভাবে ভালো কাজ করার ইচ্ছে আছে। তবে ভালো কাজ আমি পাবো বিষয়টি তেমন নয়। যে কাজগুলো পাই তারমধ্যে ভালো কাজ করার চেষ্টা থাকবে। চলতি বছর শেষের দিকে। এরইমধ্যে হিসাব-নিকাশ শুরু হয়ে গেছে। এই বছরটি আপনার জন্য কেমন ছিল? বাঁধন বলেন, এই বছরটি থেকে আমি শিখলাম বর্তমানকে সুন্দর করো। ভবিষ্যতের কথা চিন্তা করে বর্তমান নষ্ট করা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *