মেসির রেকর্ডের দিনে বার্সার জয়

খেলাধুলা

পেলের রেকর্ড ভেঙে এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোল করার রাতে দুর্দান্ত পারফরম্যান্স করে বার্সেলোনাকে বড় জয় এনে দিয়েছেন লিওনেল মেসি। রিয়াল ভাইয়াদলিদের বিপক্ষে স্প্যানিশ লা লিগায় ০-৩ গোলে জয় পেয়েছে দলটি।

ব্রাজিলের কিংবদন্তি পেলে সান্তোসের হয়ে ১৯ মৌসুমে করেছিলেন ৬৪৩টি গোল। ১৯৫৬ থেকে ১৯৭৪ পর্যন্ত এই কটি গোল করেন তিনি।

বার্সায় মেসি প্রথম গোল করেন ২০০৫ সালে। মেসি এদিন তৃতীয় গোলটি করেন। অন্য দুটি গোলেও অবদান রাখেন। ইনজুরি টাইমে আবার পোস্টে মারেন।

ক্লেমোঁ লংলে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন মার্টিন ব্রাথওয়েট।

প্রথমার্ধের পুরোটা আধিপত্য করা বার্সেলোনা অধিকাংশ সময় বল দখলে রেখে গোলের উদ্দেশে মোট ২১টি শট নেয়, যার ১০টি ছিল লক্ষ্যে।

অসংখ্য সুযোগ নষ্ট না হলে এবং ভাগ্য বিরূপ না হলে ব্যবধান হতে পারতো অনেক বেশি।

গত ১ অক্টোবরের পর অ্যাওয়ে ম্যাচে প্রথম জয় পেল বার্সেলোনা। মাঝের চারটি অ্যাওয়ে ম্যাচের তিনটিতেই হেরেছিল তারা; গেতাফে, আতলেতিকো মাদ্রিদ ও কাদিসের বিপক্ষে।

ড্র করেছিল আলাভেসের মাঠে। ১৪ ম্যাচে সাত জয় ও তিন ড্রয়ে ২৪ পয়েন্ট নিয়ে পঞ্চম স্থানে বার্সেলোনা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *