চিত্রনায়ক রিয়াজ ও শাবনূর জুটির জনপ্রিয় ছবিগুলোর একটি ‘মন বসে না পড়ার টেবিলে’। এটি নির্মাণ করেন পরিচালক আব্দুল মান্নান। ১১ বছর পর এবার তৈরি হচ্ছে ছবিটির সিক্যুয়াল। নাম রাখা হয়েছে ‘মন বসেছে পড়ার টেবিলে’।
গতকাল শনিবার এর মহরত অনুষ্ঠিত হয়। এতে শাবনূরের স্থানে অভিনয় করবেন শাহ্ হুমায়রা সুবাহ্ আর রিয়াজের স্থলে নবাগত আশিক। আগামীকাল সোমবার থেকে উত্তরায় শুরু হবে ছবির দৃশ্যধারণের কাজ।
সুবাহ্ বলেন, ‘ছবিতে আমাকে দেখা যাবে স্কুলপড়ুয়া ফাঁকিবাজ একটা মেয়ে। পড়ালেখা না করে ফাঁকি দেয়। একটা পর্যায়ে পড়ায় মন বসে। রোমান্টিক গল্পে নির্মিত হচ্ছে ছবিটি। গল্পটি শুনে ভালো লেগেছে। আশা করি, গল্পটি দর্শকের পছন্দ হবে।’
আশিক বলেন, ‘ছবিতে আমি শিক্ষকের চরিত্রে অভিনয় করব। লেখাপড়ার জন্য ঢাকায় এসে টিউশন করি। ছবির নায়িকা সুবাহ্ পড়ালেখায় খুবই দুর্বল, পাশ করানোর দায়িত্ব আসে আমার ওপর। এমনই এক মজার গল্পে ছবিটি তৈরি হচ্ছে।’
উল্লেখ্য, ‘মন বসে না পড়ার টেবিলে’ অভিনয়ের জন্য সেরা কৌতুক অভিনেতার জাতীয় পুরস্কার পেয়েছিলেন এ টি এম শামসুজ্জামান।