গুপ্তচরবৃত্তির অভিযোগ এনে তুরস্কের এক কূটনীতিককে আটক করেছে গ্রিস। এর তীব্র নিন্দা জানিয়েছে আঙ্কারা। গ্রিসের একটি দ্বীপে নিযুক্ত কূটনীতিককে আটকের ঘটনায় দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে।
গতকাল শুক্রবার তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গ্রিসের এই পদক্ষেপের নিন্দা জানিয়েছে। এতে বলা হয়েছে, তুর্কি কূটনীতিক সেবাহাত্তিন বাইরামের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির যে অভিযোগ গ্রিসের কর্মকর্তারা এনেছেন তা ভিত্তিহীন।
গ্রিসের নাগরিক বাইরাম তুরস্কের কূটনীতিক হিসেবে সেখানকা রুদাস দ্বীপে নিযুক্ত ছিলেন। সম্প্রতি সাগরে চলাচলকারী গ্রিক সামরিক জাহাজের ছবি তুলেছিলেন তিনি। সেই অপরাধে তাকে আটক করা হয়।
তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, তাকে আটকের পূর্বে কোনো প্রকার তদন্ত করেনি গ্রিস। গ্রিক নাগরিক বাইরামকে আটকের মাধ্যমে এথেন্স ভিয়েনা কনভেনশন, ইউরোপীয় কনভেনশনে মানবাধিকার বিষয়ক নীতি এবং স্বাধীনতা ও পারিবারিক জীবনের সম্মানের অধিকারকে ক্ষুণ্ণ ও লঙ্ঘন করেছে।