ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা মহিদুল ইসলামের ১৮ তম মৃত্যুবার্ষিকী স্মরণে অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। আগামী ২৫ ডিসেম্বর জাতীয় নাট্যশালা মিলনায়তনে অনুষ্ঠানটি হবে। এবারের আয়োজনে থাকছে স্মরণ আলোচনা, সংগীত, নাটক ও সম্মাননা প্রদান।
এ বছর সৈয়দ মহিদুল ইসলাম পদক পাচ্ছেন নাট্যব্যক্তিত্ব লাকী ইনাম। এছাড়া মঞ্চবন্ধু পদক পাচ্ছেন বাবুল বিশ্বাস, নাদেজদা ফারজানা, সৈয়দ শুভ্র। যুগল সম্মাননা পাচ্ছেন সাজু খাদেম ও প্রৈতি হক, কাজী শিলা ও কাজী চপল, রানু আরা ও শাহীন আহম্মেদ। এদিন মঞ্চায়িত হবে নওশীন ইসলাম দিশা নির্দেশিত ও রমাপ্রসাদ বণিক রচিত নাটক ‘সহবাস’। এটি ব্যতিক্রমের ৪৩ তম প্রযোজনা।
১৯৭৬ সালে সৈয়দ মহিদুল ইসলাম কলকাতায় প্রতিষ্ঠা করেন নিজের নাটকের দল ‘ব্যতিক্রম’। ১৯৭৮ সাল থেকে দলটি কাজ শুরু করে ঢাকায়। তিনি নিজে লিখতেন, বিদেশি নাটক অনুবাদ করতেন, নির্দেশনা দিতেন। বাংলাদেশ টেলিভিশনে ‘বিশ্বনাটক’ শুরু করেছিলেন তিনি। নিজে অভিনয় করেছেন টিভি নাটকে, চলচ্চিত্রে, এমনকি চলচ্চিত্র নির্মাণও করেছেন। তার নির্মিত চলচ্চিত্রের মধ্যে রয়েছে ‘আমি কার’ও ‘স্বপ্নযাত্রা’।
১৯৭৭ সালে দিল্লির ন্যাশনাল স্কুল অব ড্রামা (এনএসডি) থেকে নাট্যতত্ত্বে স্নাতকোত্তর করেছেন। সহপাঠী হিসেবে সেখানে পেয়েছিলেন রাজ বাব্বর, স্মিতা পাতিল, নাসিরউদ্দিন শাহকে। তার সেই পড়া ঢাকার নাটককে সমৃদ্ধ করতে কাজে দিয়েছিল। ১৯৮৪ সালে ঢাকায় তিনি চালু করেছিলেন ‘স্কুল অব অ্যাকটিং’। অভিনয় শিখে ঢাকার ছেলেমেয়েরা অভিনয়শিল্পী হবে, এই ছিল তাঁর স্বপ্ন। শিক্ষক হিসেবে সুনাম ছিল সৈয়দ মহিদুলের।