বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রাইজমানি ঘোষণা

খেলাধুলা

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের ফাইনালে উঠেছে জেমকন খুলনা ও গাজী গ্রুপ চট্টগ্রাম। আগামীকাল শিরোপা জয়ের লড়াইয়ে মাঠে নামবে দল দুটি। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে প্রাইজমানি চূড়ান্ত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চ্যাম্পিয়ন দল ও রানার্স-আপ দলের জন্য কোনও প্রাইজমানি না থাকলেও খেলোয়াড়দের জন্য থাকছে প্রাইজমানি। বিসিবির ঘোষণা অনুযায়ী, চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের প্রত্যেকে দেড় লাখ টাকা করে পাবেন। অন্যদিকে রানার্স-আপ দলের খেলোয়াড়দের প্রত্যেকে পাবেন ৭৫ হাজার টাকা করে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় পাবেন ৩ লাখ টাকা। আর ফাইনালের সেরা খেলোয়াড় পাবেন ১ লাখ টাকা। টুর্নামেন্টে সেরা ব্যাটসম্যান ও বোলার পাবেন ২ লাখ টাকা করে। এছাড়া স্পেশাল পারফরম্যান্স অ্যাওয়ার্ড হিসেবে চারজনকে পুরস্কৃত করবে বিসিবি। এই চারজন ১ লাখ টাকা করে পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *