সরকারি স্কুলে অনলাইন ভর্তি আবেদন প্রক্রিয়া আজ থেকে শুরু

বাংলাদেশ

ঢাকাসহ দেশের সরকারি মাধ্যমিক স্কুলগুলোতে ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু হচ্ছে আজ থেকে।

আগামী ২৭ ডিসেম্বর পর্যন্ত শুধু অনলাইনে করা যাবে ভর্তির আবেদন। করোনার কারণের এবারে বিদ্যালয় থেকে কোনো ভর্তি ফরম বিতরণ করা হবে না। অনলাইনে করা আবেদনের ভিত্তিতে আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ভর্তি লটারি।

লটারিতে বরাদ্দ পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানে পড়ালেখা করার সুযোগ পাবে শিক্ষার্থীরা। এবারে ঢাকা মহানগরীতে ৪১টি সরকারি স্কুলে শিক্ষার্থী ভর্তি করা হবে। অনলাইন আবেদনের সময় একজন শিক্ষার্থী ভর্তির পছন্দক্রম অনুযায়ী পাঁচটি বিদ্যালয়ের নাম দিতে পারবে। সেখান থেকে লটারির মাধ্যমে একটি বিদ্যালয় নির্বাচন করা হবে। সারা দেশে আবেদনের সময় শিক্ষার্থীরা থানাভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা দেখতে পাবে। সেখান থেকেই পাঁচটি বিদ্যালয় পছন্দ তালিকায় নির্বাচন করা যাবে।

এর আগে দ্বিতীয় শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি পরীক্ষা নেয়া হত। তবে এবারে করোনার কারণে জেএসসি, জেডিসি পরীক্ষাসহ বিদ্যালয়ে কোনো পরীক্ষা না হওয়ায় সব শ্রেণীতেই লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির সিদ্ধান্ত নেয় শিক্ষা মন্ত্রণালয়। জিএসএ ডট টেলিটক ডট কম ডট বিডি এই ঠিকানায় অনলাইনে করা যাবে ভর্তির আবেদন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *