কানের দুল ফেরত পেতে পুরস্কার ঘোষণা জুহির

বিনোদন

নিজের হারিয়ে যাওয়া হিরের কানের দুল ফেরত পেতে পুরস্কার ঘোষণা করেছেন বলিউড তারকা জুহি চাওলা। রোববার সামাজিক মাধ্যমে এক পোস্টের মাধ্যমে জুহি তার দুল খুঁজে পেতে সবার সহায়তা চান। সেই সঙ্গে যে দুল খুঁজে পাবেন তাকে পুরস্কার দেওয়ারও প্রতিশ্রুতি দেন। রোববার রাতে মুম্বাই এয়াপোর্টে কানের দুলটি হারিয়ে ফেলেন জুহি।

সামাজিক মাধ্যমে জুহি লেখেন, ‘সকালে মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরের গেট 8 এর দিকে যাওয়ার সময়, ড্রাইভওয়েতে, প্রানাম বগিতে যখন আমি আমিরাত কাউন্টারে চেক ইন করছিলেন তখন কোথাও আমার হীরার দুলটি পড়ে গেছে। যদি কেউ এটি খুঁজে পেতে আমাকে সহায়তা করেন আমার খুব উপকৃত হবো।’ তিনি আরও লেখেন, দুলটি কেউ খুঁজে পেলে দয়া করে পুলিশকে জানান। জুহি লিখেছেন, দুলটি যিনি খুঁজে পাবেন তাকে পুরষ্কৃত করতে পারলে তিনি খুশী হবেন।

ওই পোস্ট জুহি জানান, প্রায় ১৫ ধরে দুলটি তিনি প্রায় নিয়মিতই ব্যবহার করছেন। এ কারণে এটি তার খুব পছন্দের।

ওই পোস্ট জুহি তার হারিয়ে যাওয়া সেই দুলের একটি ছবিও শেযার করেন।

বলিউডে জুহি চাওলার আবির্ভাব ঘটে ১৯৮৬ সালে ‘সুলতানাত’ ছবি দিয়ে। তিনি নব্বই দশকের শীর্ষ অভিনেত্রীদের একজন ছিলেন। তার অভিনীত ‘কেয়ামত সে কেয়ামত তক’ ‘বোল রাধা বোল’, ‘আয়না’, ‘ডর’, ‘ইয়েস বস’, ‘লোফার’, ‘হাম হে রাহি প্যার কে’ ছবি উল্রেখযোগ্য।

সর্বশেষে, জুহিকে বলিউডে দেখা গেছে ২০১২ সালে ‘এক লাডকি কো দেখ তো আইসা লাগা’ ছবিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *