কূটনৈতিক সম্পর্ক গড়ল ইসরায়েল-ভুটান

আন্তর্জাতিক

এবার বৌদ্ধ সংখ্যাগরিষ্ঠ দেশ ভুটানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল ইহুদি রাষ্ট্র ইসরায়েল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ওই প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার রাতে নয়াদিল্লিতে ভারতে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত রন মালকা ও ভুটানের রাষ্ট্রদূত ভেতসপ নামগায়েল কূটনৈতিক সম্পর্ক স্থাপনের ব্যাপারে চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করেন।

ইসরায়েল ও ভুটানের মধ্যে সরকারিভাবে সম্পর্ক গড়ে তোলা এবং জেরুজালেম ও থিম্পুতে প্রতিনিধি পাঠানোর ব্যাপারে ২০১৯ সালে গোপনে আলোচনা শুরু করে দুই দেশ।

দুই দেশের সম্পর্ক প্রতিষ্ঠার ঘটনাকে ‘উত্তেজনাপূর্ণ, বিনয়ী’ বলে মন্তব্য করেছেন ইসরায়েলের রাষ্ট্রদূত রন মালকা।

সূত্র : রয়টার্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *