হল থেকে বের হয়ে কেঁদেছি – চয়নিকা চৌধুরী

বিনোদন

প্রায় ৪০০ নাটক নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। স্বপ্ন দেখেছিলেন চলচ্চিত্র বানাবেন। সেই স্বপ্ন সত্যি হলো। করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যেই গত শুক্রবার দেশব্যাপী মুক্তি পেয়েছে তার প্রথম চলচ্চিত্র ‘বিশ্বসুন্দরী’। যেখানে প্রথমবার দেখা গেছে পরীমনি ও সিয়াম আহমেদকে। দেশের ২৬টি সিনেমা হলে মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি। এটি প্রযোজনা করেছে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড। হলে ‘বিশ্বসুন্দরী’ দেখতে দর্শক উপস্থিতি কেমন দেখছেন? চয়নিকা বলেন, প্রথম দিন প্রথম শো।

শুক্রবার। নামাজের একটা ব্যাপার থাকে। মনে করেছিলাম তেমন দর্শক হবে না। কিন্তু প্রথম শোটা যখন সোল্ড আউট হয়ে যায় তখনই মনে একটা ধাক্কা লাগে। পরের শোটাও সোল্ড আউট হলো। ছবিটা দেখে যখন বের হলাম তখন দেখলাম অনেক ভিড়। মানুষ টিকিট পাচ্ছে না। যার কারণে অতিরিক্ত একটা শো দিয়েছে। দ্বিতীয় দিনও টিকিট পাচ্ছে না। এই মহামারীর সময়ে সান মিউজিক অ্যান্ড মোশন পিকচার্স লিমিটেড, আমাদের সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান বড় একটা সাহসের পরিচয় দিয়েছে। এরকম একটা বড় বাজেটের ছবি অন্য কোনো প্রযোজক মুক্তি দিত কিনা তা নিয়ে সন্দেহ আছে। সেই জায়গা থেকে দর্শক সাড়া দিয়েছে। সিনেমাপ্রেমীরা ভালোবেসে হলে আসছে। এটা একটা বড় পাওয়া। যদি দর্শক এরকম হলে আসে তাহলে পরবর্তীতে যারা সিনেমা মুক্তি দেবে তারা সাহস পাবে। শুনলাম হলে হলে ঘুরে বেড়াচ্ছেন। আপনাকে বেশ উৎফুল্ল মনে হচ্ছে? উত্তরে চয়নিকা বলেন, যতটুকু প্রত্যাশা করেছিলাম তার থেকে বেশি দর্শক এসেছে। হল থেকে বের হয়ে কেঁদেছি। সামনে নতুন কোনো সিনেমা বানানোর পরিকল্পনা আছে কি? চয়নিকা বলেন, গল্প ঠিক করা আছে। ইচ্ছা আছে প্রতি বছর একটা করে ছবি বানানোর। ২০০১ সালে প্রথম নাটক নির্মাণ শুরু করেন চয়নিকা চৌধুরী । এর আগে নাটকের জন্য স্ক্রিপ্ট লিখেছেন। তার নাটকে অভিনয় করতে দেখা গেছে সম-সাময়িক জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *