একাডেমি কাপের ফাইনাল শুক্রবার

খেলাধুলা

ফুটবলের পাইপলাইন শক্তিশালি করতে ১২ দল নিয়ে গত ৩ ডিসেম্বার শুরু হয় বিএফএসএফ অনূর্ধ্ব-১৪ একাডেমি কাপ ফুটবল টুর্নামেন্টের। কাল আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে (পল্টন মাঠ)।

কাল বিকাল ৩টায় ফাইনালে লড়বে এফসি ইউনাইটেড ফেনী এবং সাতক্ষীরার ওয়ারিয়র স্পোর্টস একাডেমী। প্রথম সেমিফাইনালে ফেনী ৩-০ গোলে হারায় সাতক্ষীরার শ্যামনগর ফুটবল একাডেমীকে। বিজয়ী দলের ওমর ফারুক জাহিদ হ্যাটট্রিক করে ম্যাচ সেরা হন। দ্বিতীয় সেমিতে ওয়ারিয়র স্পোর্টস একাডেমী ৩-০ গোলে হারায় ময়মনসিংহের ঈশ^রগঞ্জ ফুটবল একাডেমীকে।

প্রথমার্ধে ওয়ারিয়র ২-০ গোলে এগিয়ে ছিল। দুই গোল করে ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের হারুন অর রশিদ। অপর গোলটি করেন সামিউল হাসান। এর আগে গ্রুপ পর্বের ম্যাচে ঈশ^রগঞ্জ ৩-২ গোলে হারায় নারায়নগঞ্জের টিম জিকেএসপি ফুটবল একাডেমীকে।

‘ঘ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ঈশ^রগঞ্জ ফুটবল একাডেমী ১-০ গোলের ব্যবধানে হারিয়েছিল জাফ ফুটবল একাডেমীকে। মরহুম ফরহাদ হোসেন একাডেমী ১-০ গোলে হারায় সুনামগঞ্জ জুনয়র ফুটবল একাডেমীকে। ওয়ারিয়র ৩-০ গোলে হারায় মরহুম ফরহাদ হোসেন স্মৃতি ফুটবল একাডেমী।

‘গ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে ওয়ারিয়র একই ব্যবধানে হারিয়েছিল সুনামগঞ্জ জুনিয়র ফুটবল একাডেমীকে। জ্যাফ ফুটবল একাডেমীকে ১-০ গোলে হারিয়েছে ঈশ^রগঞ্জ ফুটবল একাডেমী। ওয়ারিয়র ৩-০ গোলে হারায় সুনামগঞ্জের জুনিয়র ফুটবল একাডেমীকে। বিজয়ী দলে হয়ে হ্যাট্রিক করে ম্যাচসেরা হয়েছেন অধিনায়ক তুহিন দালাল। ৬-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে টিম জিকেএসপি হারিয়েছে জাফ ফুটবল একাডেমীকে । ফেনী ১-০ গোলে হারায় রাজশাহী হরিয়ান ফুটবল একাডেমীকে।

‘খ’ গ্রুপের সেরা হিসেবে প্রথম দল হিসেবে সেমি ফাইনালে নাম লেখায় ফেনী। শ্যামনগর ফুটবল একাডেমী ২-১ গোলেপীরগঞ্জ ফুটবল একাডেমীকে হারিয়ে ‘ক’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ চারে ওঠে। বিজয়ী দলের হয়ে দুটি গোল করেছেন আলাউদ্দিন। শ্যামনগর ফুটবল একাডেমী ও নবাবগঞ্জ ফুটবল একাডেমীর মধ্যেকার প্রথম ম্যাচ গোলশুন্য ড্র হয়। এফসি ইউনাইটেড ফেনী ও জালালী ফুটবল একাডেমী মধ্যেকার খেলাটি শেষ মুহুত্তে নাটকীয়তার জন্ম দিয়ে ১-১ গোলে ড্র হয়।

জালালী ফুটবল একাডেমীর পক্ষে গোল করেন মনির হোসেন সিজান এবং বিশ্বমানের এক স্পট কিকের মাধ্যমে এফসি ইউনাইটেড ফেনীর পক্ষে খেলার শেষ সেকেন্ডে তানভীর হোসেন গোল করে ড্র করেন। গত বছর প্রথম আসরে খেলা প্রায় ১৮০ জন খেলোয়াড় পরবর্তীতে পাইওনিয়ার লিগে খেলেছে। এরমধ্যে শীর্ষ চারদলের আশিভাগ খেলোয়াড়ই ছিল একাডেমি কাপে খেলা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *