ইরাকে ১৩ তুর্কি নাগরিককে হত্যা আঙ্কারায় মার্কিন রাষ্ট্রদূতকে তলব

নিষেধাজ্ঞা দিলে ইউরোপ-আমেরিকা সবাই ক্ষতিগ্রস্ত হবে: এরদোয়ান

আন্তর্জাতিক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ান তার দেশের বিরুদ্ধে আমেরিকা ও ইউরোপের নিষেধাজ্ঞার নিন্দা করে বলেছেন, এই নিষেধাজ্ঞার কারণে দুইপক্ষই ক্ষতিগ্রস্ত হবে; এতে কেউ লাভবান হবে না।

শুক্রবার তুরস্কের ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভলপমেন্ট পার্টি বা একে পার্টির সদস্যদের এক সমাবেশে তিনি একথা বলেন। এরদোয়ান বলেন, আমেরিকা ও ইউরোপের সঙ্গে তুরস্কের সম্পর্ক নষ্ট করা ঠিক হবে না।

এসময় তিনি ইউরোপ ও আমেরিকার রাজনীতিকদের তুর্কি-বিরোধী প্রভাবশালী লবি ভেঙে দেওয়ার আহ্বান জানান।

এরদোয়ান বলেন, এমন কোনও সমস্যা নেই যা আলোচনার মাধ্যমে সমাধান করা সম্ভব নয়।

বৃহস্পতিবার এক সম্মেলনে ইউরোপীয় ইউনিয়নের নেতারা তুরস্কের কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের প্রশ্নে একমত হন। পূর্ব ভূমধ্যসাগরে তেল-গ্যাসের অনুসন্ধান করতে গিয়ে তুরস্ক প্রতিবেশী গ্রিস ও সাইপ্রাসের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে। এ ঘটনায় ফ্রান্সের মতো ইউরোপের প্রভাবশালী দেশের সঙ্গেও তুরস্কের দ্বন্দ্ব দেখা দিয়েছে।

এদিকে, রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার জন্য তুরস্কের বিরুদ্ধে আমেরিকা যে নিষেধাজ্ঞা দেওয়ার পরিকল্পনা নিয়েছে তার সমালোচনা করেছেন এরদোয়ান। তিনি বলেন, এ ধরনের নিষেধাজ্ঞা ন্যাটো সদস্য দেশের জন্য অপমানজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *