মুমিনুলের আঙ্গুলে অপারেশন

খেলাধুলা

টেস্ট অধিনায়ক মুমিনুল হক সৌরভের আঙ্গুলে অপারেশন হয়েছে। সংবাদটি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশিষ চৌধুরী। গতকাল দুবাইয়ের একটি হাসপাতালে দেশের টেস্ট অধিনায়কের এই অস্ত্রোপচার সম্পন্ন হয়। চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে চট্টগ্রামের হয়ে ফিল্ডিং করার সময় আঙ্গুলে বল লাগে তার। সেই আঘাতে ডান হাতের বুড়ো আঙ্গুলের হাড়ে চিড় ধরে। স্ক্যান রিপোর্ট হাতে পাবার পর দলের ফিজিও এনামুল হক নিশ্চিত করেছেন তার আর এই আসরে খেলা হবে না। তার অপারেশন নিয়ে দৈনিক মানবজমিনকে  দেবাশিষ চৌধুরী বলেন, ‘আজ (গতকাল) সকালেই ওর (মুমিনুল) হাতে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। দুবাইয়ে হাসপাতালে চিকিৎসকরা তাকে অবজারভেশনে রেখেছেন।

রাতে আমার সঙ্গে ওর চিকিৎসকদের কথা হবে। তখন তারা জানাবেন ওকে কবে দেশে পাঠানো হবে। এখনই তাই কোনো মন্তব্য করতে পারছি না।’
এ কারণেই শঙ্কা দেখা দিয়েছে জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট খেলা নিয়েও। সবকিছু ঠিক থাকলে ক্যারিবীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে জানুয়ারির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে। জানা গেছে, মুমিনুলের সুস্থ হয়ে মাঠে ফিরতে লেগে যাবে প্রায় চার সপ্তাহের বেশি। দ্রুত সেরে উঠলেও তাকে মাঠে নেমে ব্যাট করার জন্য নিজেকে প্রস্তুত করতে হবে। তাই বিসিবি’র চিকিৎসক বলতে নারাজ কবে নাগাদ টেস্ট অধিনায়ক মাঠে ফিরতে পারবেন। তিনি বলেন, ‘দেখেন চিকিৎসার ভাষায় কোনো কিছু আন্দাজ করে বলা ঠিক না। এমনিতেই এই সব অপারেশনে মাঠে ফিরতে চার সপ্তাহ লেগে যায়। আবার কম/বেশিও হতে পারে। তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে পারবে কিনা সেটি এখনই বলা সম্ভব নয়।’ তবে ক্যারিবীয়দের বিপক্ষে যদি ওয়ানডে সিরিজ দিয়ে আসর শুরু হয় তাহলে মুমিনুলের টেস্টে খেলার সম্ভাবনা প্রবল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *