নব-নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টারের বিরুদ্ধে কর সংক্রান্ত অনিয়মের অভিযোগে তদন্ত শুরু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যারের ডিস্ট্রিক্ট অ্যাটর্নির তত্ত্বাবধানে ফেডারেল প্রসিকিউটররা তদন্ত শুরু করেছেন। তবে জো বাইডেনের বিরুদ্ধে কর অনিয়ম সংক্রান্ত কোনো অভিযোগ নেই।
হান্টার নিজে তার বিরুদ্ধে তদন্তের কথা স্বীকার করে বলেছেন, বিষয়টি আমি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছি। আশা করছি তদন্তে প্রমাণ হবে যে, আমি আইন মেনে যথাযথভাবেই ব্যবসা করেছি।
ব্যবসাতে রাজনৈতিক প্রভাব খাটানো, বিদেশি সংস্থার সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে সরকারি নিয়ম ভাঙা, বেআইনি আর্থিক লেনদেন এবং কর ফাঁকির অভিযোগ রয়েছে ৫০ বছর বয়সী হান্টারের বিরুদ্ধে।
যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের পাশাপাশি গোয়েন্দা সংস্থা এফবিআই-এর কর্মকর্তাদের নিয়ে গঠিত হয়েছে তদন্তকারী দল।
এর আগে জো বাইডেনের ছেলের বিরুদ্ধে ব্যবসা সংক্রান্ত অনিয়মের অভিযোগ করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। হাণ্টার বিধি ভেঙে চীন এবং ইউক্রেনের সঙ্গে ব্যবসা করছেন বলেও ট্রাম্প দাবি করেছিলেন।
ডিস্ট্রিক্ট অ্যাটর্নি দপ্তর বলছে, হান্টারের ‘চীনা যোগাযোগ’ নিয়েও তদন্ত করছেন ফেডারেল প্রসিকিউটররা।
সূত্র: সিএনএন