সাংবাদিক কনক সারোয়ারের ইউটিউব কন্টেন্ট ব্লক করার নির্দেশ

বাংলাদেশ

সাংবাদিক কনক সারোয়ারের ইউটিউব চ্যানেলের দেশবিরোধী কন্টেন্ট বন্ধ (ব্লক) করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

মঙ্গলবার এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব ও বিটিআরসি চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের এ নির্দেশ বাস্তবায়ন করতে বলেছে আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক।

এ বিষয়ে শাহ মঞ্জুরুল হক বলেন, ‘লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) ড. অলি আহমেদসহ বেশ কয়েকজনের বিরুদ্ধে গত ১৭ আগস্ট একটি ইউটিউব চ্যানেলে দেশবিরোধী বক্তব্য প্রকাশিত হয়। সাংবাদিক কনক সারোয়ার তার নিজস্ব ইউটিউব চ্যানেলে ওই দেশবিরোধী কন্টেন্ট প্রচার করেন। তাই এর প্রতিকার হিসেবে গত ১৭ নভেম্বর হাইকোর্টে রিট দায়ের করা হয়। সে রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দিল।’

সূত্র: ইউএনবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *