পরীক্ষায় নেগেটিভ এলেও উপসর্গ থাকলে চিকিৎসা নেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের

বাংলাদেশ

করোনা ভাইরাস পরীক্ষায় অনেক রোগীর নেগেটিভ রিপোর্ট এলেও তাদের উপসর্গ আছে। এটা খুবই বিপজ্জনক। অনেকে অবহেলা করে বাসায় থাকেন কিংবা ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে পড়েন। মনে করেন যে, তার করোনা নেই। উপসর্গ তার নীরবে বিপদ ডেকে নিয়ে আসছে। এসব রোগীর হঠাৎ স্বাস্থ্যের অবনতি ঘটে যায়। শুরু হয় ছোটাছুটি। অনেকে হাপসাতালে নেওয়ার পথে কিংবা আইসিইউতে যাওয়ার পথেই মারা যায়। ইতিমধ্যে বিশিষ্ট ব্যক্তিসহ এ ধরনের বেশ কিছু রোগীর মৃত্যুর ঘটনা ঘটেছে বলে বিশেষজ্ঞ চিকিৎসকরা সতর্ক করে বলেন, উপসর্গ থাকলে অবহেলা করবেন না। চিকিৎসা নিতে ভুল করবেন না।

বাংলাদেশ সোসাইটি অব এনেসথেসিওলজিস্টের সভাপতি এবং বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের এনেসথেসিওলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবব্রত বণিক বলেন, অনেক সময় রোগীর রিপোর্ট নেগেটিভ আসে; কিন্তু তার করোনার সব উপসর্গ থাকে। এ ধরনের রোগীকে করোনা ব্যবস্থাপনায় উপসর্গভিত্তিক চিকিৎসাসেবা দিতে হবে। না হলে সে আরো অনেককে সংক্রমিত করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *