রাজধানীর কল্যাণপুরে বস্তিতে আগুনে প্রায় ৪শ পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কাউন্সিলর। ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে উত্তর সিটি কর্পোরেশন থেকে প্রাথমিকভাবে ৫ হাজার করে টাকা দেয়া হবে। পরে পুর্নবাসনে সহায়তা করা হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম। শুক্রবার রাত দশটার দিকে ঐ আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট দেড় ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়রা জানান, একটি দোকান থেকে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আগুন লাগে। মুহুতের্ই তা বস্তিতে ছড়িয়ে যায়। বস্তির বেশিরভাগ বাসিন্দাই ঘর থেকে কিছু বের করতে পারেননি বলে জানান স্থানীয়রা।