স্পন্সর খুঁজছে বিসিবি

খেলাধুলা

বেশ সফলভাবেই ৩ দল নিয়ে ৫০ ওভারের টুর্নামেন্ট বিসিবি প্রেসিডেন্ট কাপ আয়োজন করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এখন বিসিবির পরিকল্পনায় রয়েছে আরেকটি টুর্নামেন্ট। আর সেটি হলো ৫ দলের টি-টোয়েন্টি প্রতিযোগিতা। ৫০ ওভারের টুর্নামেন্টটি বিসিবি সম্পূর্ণভাবে নিজেদের খরচে করে। তবে নতুন টুর্নামেন্টে বিসিবি স্পন্সর চাচ্ছে এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী। তারা এখন স্পন্সর খোঁজার দিকে মনোযোগ দিয়েছে। আগামী ১৫ নভেম্বর থেকে তা মাঠে গড়ানোর কথা রয়েছে।

এ সম্পর্কে কথা বলতে গিয়ে নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘আমরা আসলে এখনো কিছু চ‚ড়ান্ত করিনি। আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব টিম স্পন্সরগুলো কনফার্ম করতে। যেটা আমরা ইতোমধ্যে এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট (ইওআই) দিয়েছি টিম স্পন্সর চেয়ে। তারপর আমাদের যে সব ‘স্টেক হোল্ডার’ আছেন তাদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’ বিসিবি প্রধান নির্বাহী জানান, তারা চাচ্ছেন ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরাতে। বলার অপেক্ষা রাখে না, মাঠে লড়াই ও প্রতিদ্ব›িদ্বতায় একটুকু ঘাটতি ছিল না। প্রাইজমানি আর ব্যক্তিগত পুরস্কারও ছিল প্রচুর।

তারপরও প্রেসিডেন্টস কাপ ছিল মূলত ক্রিকেটারদের মাঠে ফেরানোর প্রথম ধাপ। প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরা হবে টি-টোয়েন্টি টুর্নামেন্ট দিয়ে। সে আসর আয়োজনে তাই বোর্ড উৎসাহী। তা জানিয়ে নিজামউদ্দীন চৌধুরী সুজন বলেন, ‘যেহেতু অনেক দিন ধরেই সবাই ক্রিকেটের বাইরে আছেন, প্রতিযোগিতামূলক ক্রিকেটকে চালু করার জন্য আমাদের যে প্ল্যান তার অংশ হিসেবে আপনারা দেখেছেন আমরা একটা তিন দলীয় টুর্নামেন্ট আয়োজন করেছি সফলভাবে। এরপরের ধাপটা হচ্ছে আমরা একটা ৫ দলীয় টুর্নামেন্ট করব। প্লেয়ার্স ড্রাফট বা অন্যান্য বিষয় সম্পর্কে কিছু বলতে বলা হলে তিনি বলেন, ‘মাননীয় বোর্ড সভাপতি বলেছেন, আমরা নভেম্বরের মাঝামাঝি সময়ে এটা আয়োজন করব। এখনো সে প্ল্যানেই এগোচ্ছি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজের জন্য বায়ো বাবল প্ল্যানের কী অবস্থা? জানতে চাওয়া হলে বিসিবি সিইও বলেন, আপনারা দেখেছেন আমরা তিন দলীয় একটা টুর্নামেন্ট করেছি, একটা ৫ দলীয় টুর্নামেন্ট করব। এটা পরিকল্পনার একটা অংশ, তার পরই আমরা আইসিসির এফটিপি অনুসারে ওয়েস্ট ইন্ডিজকে আতিথেয়তা দেয়ার কথা রয়েছে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের যোগাযোগ হচ্ছে। আমরা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকে সংশ্লিষ্ট যে প্ল্যান, মেডিকেল প্ল্যান বা কোভিড-১৯ ম্যানেজমেন্ট প্ল্যান যেটা আছে সেটা খুব শিগগিরই পাঠিয়ে দেব।

তারপর হয়তো দুই বোর্ড আলোচনা করে এ ব্যাপারে সিদ্ধান্ত নেব।’ এদিকে বিসিবির উদ্যোগে হওয়া প্রেসিডেন্ট কাপে নাজমুল একাদশ, তামিম একাদশ ও মাহমুদউল্লাহ একাদশ নামে ৩টি দল খেলে। টুর্নামেন্টটির রাউন্ড রবিন পদ্ধতিতে প্রথম দিকে ধুঁকলেও পরবর্তী সময় ফাইনালে গিয়ে রাউন্ড রবিনে সবচেয়ে ভালো খেলা নাজমুল একাদশকে হারিয়ে শিরোপা জয় করে নেয় মাহমুদউল্লাহ একাদশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *