অভিনেত্রী স্মৃতি ইরানি করোনায় আক্রান্ত

বিনোদন

‘আমার সংস্পর্শে যারা এসেছেন তারা দ্রুত করোনা পরীক্ষা করান।’ ভারতের জনপ্রিয় অভিনেত্রী স্মৃতি ইরানির এমন টুইট দেখে তার সংস্পর্শে আশা আশপাশের লোকজন পড়ে গেছেন দুশ্চিন্তায়। ভক্তরাও চিন্তিত জনপ্রিয় এ অভিনেত্রী ও সংসদ সদস্যকে নিয়ে। কোভিড-১৯এ আক্রান্ত হওয়ার খবরটি নিজেই জানিয়েছেন ইরানি।

বুধবার (২৮ অক্টোবর) নিজের টুইটারে স্মৃতি ইরানি লিখেছেন, ‘কোনো ঘোষণা করতে গেলে শব্দ খুঁজতে হয়েছে এমনটা খুব কমই হয়েছে। কিন্তু এ ঘোষণায় শব্দ খুঁজে পাচ্ছি না। সহজ ভাষায় বলছি, আমি করোনা পজিটিভ। আমার সংস্পর্শে যারা এসেছেন তারা দ্রুত করোনা পরীক্ষা করান।’

ফিল্মফেয়ার জানিয়েছে, করোনা আক্রান্ত হলেও শারীরিকভাবে তেমন কোনো সমস্যা নেই স্মৃতির। বাসাতেই আইসোলেটেড অবস্থায় নিজেকে সারিয়ে তোলার চেষ্টা করে যাচ্ছেন তিনি। মানছেন চিকিৎসকদের পরামর্শ। খাচ্ছেন দরকারি ওষুধ।

প্রসঙ্গত, অভিনয় জগৎ থেকে রাজনীতিতে এসেও সমান সফল স্মৃতি ইরানি। ৪৪ বছর বয়সী এই বিজেপি নেত্রী ইদানীং বিহার বিধানসভা নির্বাচনের প্রচারে সক্রিয় ভূমিকা নিচ্ছিলেন। তার আগুনে বক্তৃতা দেয়ার সহজাত ক্ষমতাকে কাজে লাগিয়ে বিহারে এনডিএর পক্ষে ভোট চাইছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *