করোনায় আক্রান্ত ও মৃত্যু আশঙ্কাজনক হারে বাড়ছে ইউরোপে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মুখপাত্র ড. মার্গারেট হ্যারিস বলেছেন, ইউরোপের দেশগুলোর মধ্যে ফ্রান্স, স্পেন, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও রাশিয়ায় করোনা সংক্রমণের হার বেড়েছে এক-তৃতীয়াংশ। ইউরোপের বিভিন্ন অঞ্চলে (করোনায়) আক্রান্ত ও মৃত্যুর হার আশঙ্কাজনকভাবে বাড়তে দেখছি আমরা।
মার্গারেট হ্যারিস বলেন, গত সপ্তাহের তুলনায় করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা বেড়েছে এক-তৃতীয়াংশ, আর করোনায় দৈনিক মৃতের হার বেড়েছে প্রায় ৪০ শতাংশ।অনেক দেশেই হাসপাতালে রোগী ধারণক্ষমতার ব্যবস্থাপনায় উন্নতি হয়েছে। কিন্তু এরপরও কয়েকটি দেশের হাসপাতালগুলো দ্রুত রোগীতে ভরে যাচ্ছে।’
উদ্বেগ জানিয়ে হ্যারিস বলেন, উদ্বেগের বিষয় হলো… হাসপাতালগুলোর নিবিড় পরিচর্যা কেন্দ্র খুব অসুস্থ রোগীতে ভরে যেতে শুরু করেছে।
তবে করোনা সংক্রমণ বাড়লেও ফের লকডাউনের বিপক্ষে ইউরোপের সাধারণ মানুষ। এরই মধ্যে কয়েকটি দেশে লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভ হয়েছে। তবে ইউরোপের বিভিন্ন দেশের সরকার করোনা থামাতে আবারও কড়াকড়ি আরোপের দিকে এগোচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *