রশিদ-ওয়ার্নারদের আইপিএল কি আজকেই শেষ?

খেলাধুলা

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ইতিহাসে এবারই সবচেয়ে জমজমাট হচ্ছে প্রথম পর্বের লড়াই। রাউন্ড রবিন লিগের ৪৬ ম্যাচ হয়ে গেলেও এখনো কোনো দলই ১৪ এর বেশি পয়েন্ট পায়নি। আইপিএলে এমনটা আগে কখনো দেখা যায়নি। এমনকি প্রথম পর্বের মাত্র ১০ ম্যাচ বাকি থাকলেও, এখন পর্যন্ত কোনো দলেরই প্লে-অফের টিকিট চূড়ান্ত হয়নি। বাদ পড়ে গেছে শুধুমাত্র তিনবারের চ্যাম্পিয়ন দল চেন্নাই সুপার কিংস। অর্থাৎ শেষের ১০ ম্যাচে এখনো বাকি ৭ দলেরই প্লে-অফে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে আজই (মঙ্গলবার) চেন্নাইয়ের পর বাদ পড়ে যেতে পারে ২০১৬ সালের আইপিএল চ্যাম্পিয়ন সানরাইজার্স হায়দরাবাদ। দিল্লি ক্যাপিট্যালসের বিপক্ষে নিজেদের ১২তম ম্যাচটি হারলেই বিদায়ঘণ্টা বাজবে রশিদ খান, ডেভিড ওয়ার্নারদের।

এখনো পর্যন্ত ১১ ম্যাচ খেলে মাত্র চারটিতে জিতেছে হায়দরাবাদ, ৮ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান সপ্তম। বাকি তিন ম্যাচে তাদের প্রতিপক্ষ দিল্লি ক্যাপিট্যালস (২৭ অক্টোবর), রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু (৩১ অক্টোবর) এবং মুম্বাই ইন্ডিয়ানস (৩ নভেম্বর)। প্লে-অফ নিশ্চিত করতে হলে এই তিন ম্যাচের সবকটিতে জিততে হবে হায়দরাবাদকে।

শেষ তিন ম্যাচের সবকয়টি জিতলে হায়দরাবাদের পয়েন্ট হবে সর্বোচ্চ ১৪; যা দিয়ে হয়তো অনেক যদি-কিন্তুর পরে প্লে-অফের চাবি পেয়ে যেতে পারে তারা। কিন্তু একটি ম্যাচও হারলে, ১২ পয়েন্ট নিয়ে কোনোভাবেই সেরা চারে যেতে পারবে না।

এমনকি ১৪ পয়েন্ট নিয়েও বাদ পড়ে যেতে হায়দরাবাদ। কেননা বর্তমানে ১৪ পয়েন্ট রয়েছে শীর্ষ তিন দল দিল্লি ক্যাপিট্যালস, মুম্বাই ইন্ডিয়ানস ও রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর। এছাড়া ১২ পয়েন্ট করে রয়েছে কলকাতা নাইট রাইডার্স ও কিংস ইলেভেন পাঞ্জাবের। টুর্নামেন্টের বাকি ম্যাচগুলোর ফলের ওপর ভিত্তি করে এই পাঁচটি দলের সবারই ১৬ পয়েন্ট নিয়ে প্রথম পর্ব শেষ করার সম্ভাবনা রয়ে গেছে। ফলে হায়দরাবাদ নিজেদের সব ম্যাচ জিতে ১৪ পয়েন্ট পেলেও বাদ পড়ে যেতে পারে।

হায়দরাবাদের সম্ভাব্য একাদশ: ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), মনিশ পান্ডে, বিজয় শংকর, প্রিয়াম গার্গ, অভিষেক শর্মা, জেসন হোল্ডার, রশিদ খান, সন্দ্বীপ শর্মা, খলিল আহমেদ এবং নাটরাজন।

দিল্লির সম্ভাব্য একাদশ: শিখর ধাওয়ান, পৃথ্বি শ, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিশাভ পান্ত (উইকেটরক্ষক), শিমরন হেটমায়ার, মার্কাস স্টয়নিস, হার্শাল প্যাটেল, অক্ষর প্যাটেল, রবিচন্দ্রন অশ্বিন, কাগিসো রাবাদা এবং এনরিচ নর্টজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *