বয়স্ক ব্যক্তিদের ওপর অসাধারণ কাজ করছে অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন। টিকা নেওয়া ব্যক্তিদের কার্যকারিতার পরীক্ষায় উল্লেখযোগ্য সাড়া মিলেছে বলে দাবি করা হয়েছে। অক্সফোর্ড বলছে, নভেম্বরের শুরুতেই সাধারণ মানুষকে টিকা দেওয়া হতে পারে ব্রিটেনে।
এরই মধ্যে লন্ডনের একটি হাসপাতালকে নভেম্বরের প্রথম সপ্তাহেই টিকা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে। পরীক্ষামূলক প্রয়োগের শেষ ধাপের কাজও চূড়ান্ত পর্যায়ে চলে এসেছে বলে জানিয়েছে অক্সফোর্ড।
আর সাধারণ মানুষ টিকা পেতে পারে এ বছরের শেষের দিকেই। এমন পরিস্থিতিতে পরীক্ষামূলক প্রয়োগে প্রবীণদের ক্ষেত্রে অ্যান্টিবডি এবং টি-সেল তৈরিতে সবচেয়ে ভালো কাজ করছে ভ্যাকসিনটি। যার ফলাফলে আশার আলো দেখছেন অক্সফোর্ডের গবেষকরা।