ভারতে করোনায় একদিনে ৪৮০ জনের মৃত্যু

আন্তর্জাতিক

করোনা ভাইরাস মহামারিতে এশিয়াদেশটিতে এখন পর্যন্ত এ রোগে মারা গেছেন ১ লাখ ১৯ হাজার ১৪ জন।

 

সোমবার (২৬ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানায়।

ভারতে গত ২৪ ঘণ্টায় ৪৫ হাজার ১৪৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এতে দেশটিতে এখন পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৯ লাখ ৯ হাজার ৯৫৯ জন। তাদের মধ্যে সুস্থ হয়েছেন ৭১ লাখ ৩৭ হাজার ২২৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৫৯ হাজার ১০৫ জন।

করোনা ভাইরাসে সবচেয়ে বেশি আক্রান্ত রাজ্য মহারাষ্ট্র। এরপরই রয়েছে যথাক্রমে অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, কেরালা, দিল্লি, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, তেলেঙ্গানা, বিহার, আসাম, রাজস্থান।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মহারাষ্ট্রে মারা গেছেন মোট ৪৩ হাজার ২৬৪ জন। এরপর সর্বাধিক মৃত্যু হয়েছে যথাক্রমে তামিলনাড়ুতে ১০ হাজার ৯২৪ জন, কর্ণাটকে ১০ হাজার ৯০৫ জন, উত্তরপ্রদেশে ৬ হাজার ৮৮২ জন, অন্ধ্রপ্রদেশে ৬ হাজার ৫৮৭ জন, পশ্চিমবঙ্গে ৬ হাজার ৪৮৭ জন এবং দিল্লিতে ৬ হাজার ২৫৮ জন।

বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্ত মোট রোগীর সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্রের পরই ভারতের অবস্থান।

য় সবচেয়ে বিপর্যস্ত রাষ্ট্র ভারত। গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৪৮০ জন মারা গেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *