জম্মু-কাশ্মীরের আটকেপড়া ৬,১৯,১১৭ বাসিন্দাকে সরিয়ে নিল সরকার

আন্তর্জাতিক

করোনাভাইরাস ছড়িয়ে যাওয়ার জেরে লকডাউনের মধ্যে ভারতের বিভিন্ন প্রান্তে আটকেপড়া বাসিন্দাদের সরিয়ে নিয়েছে জুম্ম-কাশ্মীর সরকার। করোনা বিধি মেনে বিশেষ ট্রেন ও বাসে করে লক্ষণপুর হয়ে জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়।

জানা গেছে, জম্মু-কাশ্মীর সরকার ছয় লাখ ১৯ হাজার একশ ১৭ জন বাসিন্দাকে বিভিন্ন অঞ্চল থেকে সরিয়ে নিয়েছে। এজন্য ভারতের বিভিন্ন স্থান থেকে জম্মু ও উধামপুর রেলওয়ে স্টেশনে একশ ১৫টি বিশেষ ট্রেন ব্যবহার করা হয়।

প্রসঙ্গত, ভারতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ৭৮ লাখ ৬৪ হাজার আটশ ১১ জন এবং মারা গেছে এক লাখ ১৮ হাজার পাঁচশ ৬৭ জন। বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্থ দেশগুলোর মধ্যে ভারত এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে।

সূত্র : ইন্ডিয়া ব্লুমস

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *