দীর্ঘদিন অসুস্থাবস্থায় রাজধানীর সেগুনবাগিচায় নিজ বাসাতে সময় পার করছেন কিংবদন্তী চলচ্চিত্রাভিনেতা প্রবীরমিত্র। ঘরে বসেই নিরিবিলি সময় কাটছে তার। প্রবীরমিত্রের আক্ষেপ, এভাবে আর কতদিন ঘরে বসে বসে সময় পার করা যায়? তাই তার ইচ্ছে মাঝে মাঝে যদি অভিনয় করতে পারতেন, তাহলে হয়তো ভালো লাগতো। প্রবীরমিত্র বলেন,আমি আমার বেডরুম থেকে ড্রইংরুম পর্যন্ত একা একাই ধীরে ধীরে চলাফেরা করতে পারি। একজন পরিচালক যদি চান আমাকে দিয়ে ঘরের মধ্যে কাজ করাতে পারবেন, তাহলে তিনি অভিনয়ে ফিরতে পারবেন। তার ইচ্ছা, যদি ঘরের বাইরে শূটিংয়ে যেতে হয়, তাহলে কষ্ট করে হলেও যাব। তিনি বলেন, সত্যি বলতে কী অভিনয় করার জন্য মনটা ভীষণ ব্যাকুল হয়ে আছে। সারাজীবনতো অভিনয়ই করেছি। এখন করতে পারছিনা, তাই খারাপ লাগে, কষ্ট হয়।’ প্রবীরমিত্রের ইচ্ছে করে বিএফডিসিতে অনেকটা সময় ধরে ঘুরে বেড়াতে। কারণ জীবনের দীর্ঘ সময় এখানেই কেটেছে তার। প্রবীরমিত্রের দুই পায়ের হাঁটুতে সমস্যা একযুগেরও বেশি সময় ধরে। হাঁটুর হাড় এখন আরো বেশি ক্ষয় হয়ে যাচ্ছে। যে কারণে হাটতেও পারেন না ঠিকমতো। তবুও তার মধ্যে অভিনয়ে ফেরার প্রবল ইচ্ছা কাজ করে।