করাচিতে ভয়াবহ বিস্ফোরণ, কমপক্ষে ৫ জনের প্রাণহানি

আন্তর্জাতিক

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তানের করাচি শহর। বুধবার সকালে করাচি বিশ্ববিদ্যালয় সংলগ্ন শহরের মাসকান মোড়ের নিকটে বহুতল ভবনে এই ঘটনা ঘটে। এতে কমপক্ষে পাঁচজন মারা গেছেন। আর আহত হয়েছেন কমপক্ষে ২০ জন। উদ্ধার কর্মকর্তাদের বরাত দিয়ে আল-জাজিরা এই তথ্য জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বিস্ফোরণে পার্শ্ববর্তী ভবনগুলোর জানালা এবং কিছু গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। তবে মুবিনা টাউন পুলিশ স্টেশন হাউজ অফিসার (এসএইচও) বলেছেন, দেখে মনে হচ্ছে ‘এটা একটা সিলিন্ডার বিস্ফোরণ’। বিস্ফোরণের কারণ খতিয়ে দেখতে বোমা নিষ্ক্রিয় দল ঘটনাস্থলে পৌঁছেছে বলেও জানিয়েছেন তিনি।

বিস্ফোরণের পরপরই ঘটনাস্থলে পৌঁছেছে আইনশৃঙ্খলা বাহিনী ও উদ্ধারকারী কর্মকর্তারা। ওই এলাকা ঘিরেও রেখেছে তারা। এদিকে সিন্ধু প্রদেশের মুখ্যমন্ত্রী মুরাদ আলি শাহ এ ঘটনাকে গুরুত্ব দিয়ে গ্রহণ করেছেন। একইসঙ্গে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন দিতে করাচির পুলিশ কমিশনারকে নির্দেশ দিয়েছেন।

সূত্র: আল-জাজিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *