চোটে পড়ে আইপিএল থেকে ছিটকে গেলেন চেন্নাই সুপার কিংস অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো। চেন্নাইয়ের প্রধান নির্বাহী অফিসার কাশি বিশ্বনাথ সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোকে নিশ্চিত করেছেন বিষয়টি। বিশ্বনাথ জানান, ব্রাভোর ডান গ্রোয়েনে (কুঁচকি) ইনজুরি দেখা দিয়েছে। চলতি আসরে আর মাঠে নামা হবে না তার।
১৭ই অক্টোবর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে খেলার সময় চোটে পড়েন ৩৭ বছর বয়সী ব্রাভো। নিজ কোটার চার ওভারের মধ্যে তিন ওভার করতে পেরেছিলেন তিনি। ইনিংসের শেষ ওভারে জয়ের জন্য ১৭ রান দরকার ছিল দিল্লির। ব্রাভোর ইনজুরির কারণে চেন্নাইয়ের অধিনায়ক ধোনি বল তুলে দেন রবীন্দ্র জাদেজার হাতে। কিন্তু ৬, ৬, ২, ৬ হাঁকিয়ে চার বলেই জয় নিশ্চিত করে ফেলেন দিল্লির অক্ষর প্যাটেল।
প্লে অফ খেলার সম্ভাবনা কার্যত শেষ হয়ে গেছে চেন্নাইয়ের।