করোনা ভাইরাসের সংক্রমণ ঠোকাতে বাতিল করা হয়েছে জেএসসি-জেডিসি পরীক্ষা। অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের গ্রেড ছাড়াই সার্টিফিকেট দেয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।
আজ বুধবার মাধ্যমিক শিক্ষার্থীদের মূল্যায়ন নিয়ে আয়োজিত ভার্চুয়াল সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেন, যারা অষ্টম শ্রেণি থেকে নবম শ্রেণিতে উঠবে, অর্থাৎ যাদের জেএসসি বা জেডিসি পরীক্ষা দেয়ার কথা ছিল, তাদের গ্রেডিং ছাড়াই সনদ দেয়া হবে। আমরা এই বিষয়ে সিদ্ধান্ত জানিয়ে দেবো। জেএসসির সনদটি অনেকের জন্য জরুরি হতে পারে। তাই এই সনদ প্রদান করা হবে।