ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, সেখানে নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন কমপক্ষে ৫৪ হাজার ৪৪ জন। এ নিয়ে সেখানে সরকারি হিসাবে মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৬ লাখ ৫০ হাজার। এর মধ্য দিয়ে বিশ্বে করোনা আক্রান্তের দিক দিয়ে দ্বিতীয় অবস্থানে ভারত। প্রথম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। সেখানে মোট আক্রান্তের সংখ্যা কমপক্ষে ৮২ লাখ। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয় আরো জানিয়েছে, গত ২৪ ঘন্টায় সেখানে করোনায় মারা গেছেন কমপক্ষে ৭১৭ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ১৫ হাজার ৯১৪।
