বিশ্বকাপের ফাইনালের সঙ্গে আইপিএলের ম্যাচের তুলনা

খেলাধুলা

উত্তেনায় ঠাসা ছিল ম্যাচটি। আইপিএলের ইতিহাসে খুব কমই দেখা গেছে এমন ম্যাচ। ডাবল সুপার ওভারে মুম্বাই ইন্ডিয়ানস ও কিংস ইলেভেন পাঞ্জাবের ম্যাচের ফল ছাড়িয়ে গেছে সব রেকর্ড। তাই ম্যাচটিকে বিশ্বকাপের ফাইনালের সঙ্গে তুলনা করেছেন অনেকেই।

যুবরাজ সিং মতো তারকা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন করে বসেন, গত বছরের বিশ্বকাপের ফাইনাল, নাকি দুবাইয়ের মুম্বাই ও পাঞ্জাবের ম্যাচ, কেনটা বেশি জমজমাট ছিল?

গত ২০১৯ বিশ্বকাপের ফাইনালে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড ম্যাচ টাই হয়। সুপার ওভারে গড়ায় ম্যাচ। সুপার ওভারেও টাই হলে বাউন্ডারি হিসেবে ইংল্যান্ডকে জয়ী ঘোষণা করা হয়েছিল।

গতকাল রোববার মুম্বাই ইন্ডিয়ানস ও কিংস ইলেভেন পাঞ্জাবের মধ্যকার ম্যাচ টাই হয়। সুপার ওভারেও ম্যাচ সমতায় ছিল। দ্বিতীয় সুপার ওভারে পাঞ্জাব হারায় মুম্বাইকে।

এমন উত্তেজনায় ভরা ম্যাচের পর যুবরাজ টুইট করেন, ‘২০১৯ বিশ্বকাপ ফাইনাল ভালো ছিল, নাকি মুম্বাই ও পঞ্জাবের ম্যাচ?’

যুবরাজ আরো লেখেন, ‘অবিশ্বাস্য সব দৃশ্য দেখা গেল আইপিএলের ম্যাচটিতে, যা স্মরণীয় হয়ে থাকবে। দুই দলেরই মধ্যে দারুণ প্রচেষ্টা চোখে পড়েছে। মুম্বাইয়ের হয়ে ম্যাচ বদলে দিয়েছিল জসপ্রীত বুমরাহ, পাঞ্জাবের হয়ে লোকেশ রাহুল। গেইল ও মায়াঙ্ক অসাধারণ ফিনিশ করল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *