জেমস বন্ড সিরিজের ‘নো টাইম টু ডাই’ সিনেমার মুক্তি পেছানোর পর এবার ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ সিরিজের নবম সংস্করণ ‘এফ নাইন’ সিনেমাটির মুক্তি পেছাল। করোনার কারণে আলোচিত সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী বছমার্কিন সাময়িকী ভ্যারাইটির খবর, ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস সিরিজের নবম সংস্করণ ‘এফ নাইন’ সিনেমা মুক্তির সম্ভব্য তারিখ ২০২১ সালের ২৮ মে। মেমোরিয়াল দিবস উপলক্ষে সিনেমাটি মুক্তি দেওয়া হবে।
ভ্যারাইটির প্রতিবেদনে বলা হয়েছে, এর আগে ‘এফ নাইন’ সিনেমাটি মুক্তি পাওয়ার কথা ছিল ২০২১ সালের ২ এপ্রিল। তবে এদিন জেমস বন্ড সিরিজের ‘নো টাইম টু ডাই’ সিনেমা মুক্তির ঘোষণা দেওয়া হয়েছে সম্প্রতি। এর কয়েক ঘণ্টা পরই ‘এফ নাইন’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান ইউনিভার্সাল পিকচার্স জানিয়েছে ‘এফ নাইন’ সিনেমার নতুন মুক্তির তারিখ।
ড্যান ক্যাসেইয়ের গল্পে ‘এফ নাইন’ সিনেমাটি পরিচালনা করেছেন জাস্টিন লিন। এবারের সিরিজে অভিনয় করছেন ভিন ডিজেল, মিশাল রদরিগাস, টাইরেস গিবসন, ক্রিস লিডাক্রিস ব্রিজ, জর্দানা ব্রিউস্টার। অতিথি চরিত্রে দেখা যাবে জনপ্রিয় রেসলার জন সিনাকে। এ ছাড়া সপ্তম সিরিজে মারা যাওয়া সাং কাংয়েরো ফিরছেন এই সিরিজে।র মে মাসে।