আটক সেনা সদস্যকে ফিরিয়ে দিতে ভারতের প্রতি চীনের আহ্বান

আন্তর্জাতিক

চীন-ভারতের মধ্যকার প্রতিশ্রুতির প্রতি সম্মান দেখিয়ে দুদেদেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার রাতে দেওয়া এক বিবৃতি জানিয়েছে, রোববার সন্ধ্যায় পথ হারিয়ে ফেলা এক পশুপালককে পর্বতে তার পশুর পালকে একত্রিত করতে সহায়তা করছিলেন ওই সেনা সদস্য।

চীনা পক্ষ থেকে ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র জাং শুইলির বরাত দিয়ে বলা হয়, নিখোঁজ সেনা সদস্য সম্পর্কে ভারতীয়দের অবহিত করা হয়েছিল এবং তাঁকে পাওয়া গেছে বলে জানানো হয়েছে। মেডিকেল চেকআপের পর খুব শিগগিরই তাঁকে ফিরিয়ে দেওয়া হবে।

সোমবার ভারতীয় পক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, চীনা সেনা সদস্য ওয়াং ইয়া লংকে ভারত নিয়ন্ত্রিত লাদাখের ডেমচোক অঞ্চল থেকে আটক করা হয়েছিল এবং শিগগিরই তাঁকে মুক্তি দেওয়া হবে।

এতে বলা হয়, চীনা সৈন্যকে দুই দেশ বিভক্তকারী সীমান্তরেখা লাইন অব কন্ট্রোলের নির্ধারিত অঞ্চল দিয়ে হস্তান্তর করা হবে।

বিবৃতিতে আরো বলা হয়, প্রোটোকল অনুসারে আনুষ্ঠানিকতা শেষ করে তাঁকে চুশুল-মলদো বৈঠকের স্থান দিয়ে চীনা কর্মকর্তাদের কাছে ফিরিয়ে দেওয়া হবে।

মে মাসের শুরুতে দুই দেশের সেনাবাহিনীর মধ্যে উত্তেজনা শুরু হয়। পরে ১৫ জুন তাঁদের মধ্যে প্রাণঘাতী সংঘর্ষে ঘটনা ঘটলে ২০ জন ভারতীয় সৈন্য মারা যান। এ ঘটনায় চীনা সৈন্যরাও হতাহত হয়েছেন মনে করা হলেও চীনের পক্ষ থেকে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলা হয়নি।শের পাহাড়ি সীমান্তে নিখোঁজ হওয়া চীনা সৈন্যকে ভারত দ্রুত ফিরিয়ে দেবে বলে আশা করছে চীন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *