হল বাঁচাতে’ আসছে ‘বীর’

বিনোদন

প্রায় সাত মাস পর গত শুক্রবার থেকে খুলেছে সিনেমা হল। তবে করোনার প্রভাবে মুক্তি পাচ্ছে না নতুন ভালো মানের কোনো চলচ্চিত্র। তাই নিজের ‘বীর’ সিনেমাটি ফের মুক্তি দিচ্ছেন চিত্রনায়ক শাকিব খান।চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায় শাকিব খান ও শবনম বুবলী চলতি বছরের ১৪ ফেব্রুয়ারি মুক্তি পায় শাকিব খান ও শবনম বুবলী অভিনীত বিশিষ্ট নির্মাতা কাজী হায়াতের ৫০তম চলচ্চিত্র ‘বীর’। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে দেশের ৮০ সিনেমা হলে ছবিটি মুক্তি পায়। এরপর করোনার প্রভাবে বন্ধ হয়ে যায় ছবিটির প্রদর্শন।

সিনেমা হল বাঁচাতে এই উদ্যোগ নিয়েছেন জানিয়ে আজ সোমবার এনটিভি অনলাইনকে শাকিব খান বলেন, ‘করোনার প্রভাব শুরু হওয়ায় আমার প্রত্যাশিত দর্শক ছবিটি দেখতে পারেননি। আবার বর্তমানে কেউ নতুন ও ভালো মানের ছবি মুক্তি দিচ্ছেন না। তাই আগামী শুক্রবার আবার নতুন করে ছবিটি সারা দেশে মুক্তি দেওয়ার পরিকল্পনা করেছি। আশা করি, সবাই ছবিটি উপভোগ করবেন।’

ছবির সহপ্রযোজক মোহাম্মদ ইকবাল বলেন, ‘প্রায় সাত মাস পর সিনেমা হল খোলা হলেও ভালো ছবি না পেয়ে বড় বড় সিনেমা হল এখনো বন্ধ রয়েছে। তারা শাকিব খানের ছবি চায়। এই ছবিটি যেহেতু এখনো সারা দেশের মানুষ দেখতে পারেনি, তাই মুক্তির বিষয়টি আমরা চূড়ান্ত করেছি।’

ছবিটি প্রযোজনা করেছে জনপ্রিয় চিত্রনায়ক শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এস কে ফিল্মস। ছবির সহপ্রযোজক মোহাম্মদ ইকবাল। পরিচালক কাজী হায়াৎ প্রায় অর্ধশত সিনেমা নির্মাণ করলেও শাকিব খানকে নিয়ে এর আগে কোনো চলচ্চিত্র নির্মাণ করেননি।

‘বীর’ ছবিতে শাকিব-বুবলী ছাড়াও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, মিশা সওদাগর, শিবা শানু, নানা শাহ, জ্যাকি আলমগীর, কমল, কাবিলাসহ অনেকে। এর আগে শাকিব খানের এস কে ফিল্মস থেকে ‘হিরো : দ্য সুপারস্টার’ ও ‘পাসওয়ার্ড’ নামে দুটি ছবি মুক্তি পায়। ছবি দুটি ব্যবসায়িক সফলতাও পেয়েছে। ‘বীর’ শাকিবের প্রযোজনা প্রতিষ্ঠানের তৃতীয় ছবি।অভিনীত বিশিষ্ট নির্মাতা কাজী হায়াতের ৫০তম চলচ্চিত্র ‘বীর’। ভালোবাসা দিবসকে কেন্দ্র করে দেশের ৮০ সিনেমা হলে ছবিটি মুক্তি পায়। এরপর করোনার প্রভাবে বন্ধ হয়ে…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *