বুর্জ খলিফা’ গানে অন্তর্জালে ঝড়

বিনোদন

অক্ষয় কুমার মানেই নতুন কিছু। যেমন চলচ্চিত্রের গল্পে ভিন্নতা, তেমনি গানগুলোতেও ভিন্ন আমেজ। এবার মুক্তি পেল তাঁর আসন্ন ‘লক্ষ্মী বোম্ব’ সিনেমার নতুন গান ‘বুর্জ খলিফা’। গানটি অন্তর্জালে প্রকাশের পরই নেটজনতার হৃদয়ে ঝড় তুলেছে।গানটিতে অক্ষয় কুমারের সঙ্গে নেচেছেন হালের আবেদনময়ী কিয়ারা আদভানি। দুবাইয়ের দারুণ দৃশ্য আর এ জুটির পার্টি ড্যান্স নজর কেড়েছে সবার। গানটি প্রকাশের ২৪ ঘণ্টা না পেরোতেই ইউটিউবে ভিউ এক কোটি ৯০ লাখের বেশি। জি মিউজিক কোম্পানির ইউটিউব চ্যানেলে গতকাল প্রকাশ হয়েছে গানটি।হরর কমেডি ‘লক্ষ্মী বোম্ব’ আগামী ৯ নভেম্বর মুক্তি পাবে ডিজনি প্লাস হটস্টারে। একই দিন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। রাঘব লরেন্স পরিচালিত এ ছবিতে আরো রয়েছেন তুষার কাপুর, শারদ কেলকার ও অশ্বিনী কালসেকার। দক্ষিণী ব্লকবাস্টার ‘কাঞ্চনা’র রিমেক ‘লক্ষ্মী বোম্ব’।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *