ফুটবলার সুজনের পাশে ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাধুলা

অসুস্থ ফুটবলার সুজনের পাশে দাঁড়িয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। সংবাদমাধ্যমে ফুটবলার সুজনের অসুস্থতার খবর জানতে পেরে তাঁকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তিনি। আজ রোববার সচিবালয়ে অসুস্থ সুজনের চিকিৎসার জন্য বঙ্গবন্ধু ক্রীএ সময়ে ক্রীড়া প্রতিমন্ত্রী সুজনকে আশ্বস্ত করে বলেন, ‘আমরা তোমার পাশে আছি। আমি প্রধানমন্ত্রীকেও বিষয়টা জানাব, পরবর্তী সময়ে প্রয়োজনে আরো সহযোগিতা করা হবে।’

পরে আবেগাপ্লুত সুজন বলেন, ‘আমি ক্রীড়া প্রতিমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, বিপদের সময় তিনি আমার পাশে দাঁড়িয়েছেন। খুবই আর্থিক সমস্যায় ছিলাম। কেউ সহযোগিতা করছিলেন না। আমি কিডনি রোগী। সপ্তাহে দুই-তিনবার ডায়ালাসিস করাতে হয় হাসপাতালে গিয়ে। প্রতিবার এক হাজার ২০০ টাকা করে খরচ হয়। এই টাকা ধার করতে হয় বন্ধু-বান্ধব, পাড়া-প্রতিবশী ও আত্মীয়-স্বজনের কাছ থেকে। তাই ভেঙে পড়েছিলাম। এখন সহযোগিতা পেয়ে খুবই ভালো লাগছে।’

উদীয়মান ফুটবলার সুজন প্রথম বিভাগ লিগে স্বাধীনতা ক্রীড়া চক্র এবং চ্যাম্পিয়নশিপ লিগে অগ্রণী ব্যাংকের হয়ে খেলার পর ২০১৭ মৌসুমে রহমতগঞ্জের হয়ে যোগ দিয়েছিলেন।

চেক দেওয়ার সময় বঙ্গবন্ধু ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের সচিব মোশারফ হোসেন মোল্লা উপস্থিত ছিলেনড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন থেকে এক লাখ টাকার চেক তুলে দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *