মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টিকে সমর্থন দিয়েছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন

আন্তর্জাতিক

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টিকে সমর্থন দিয়েছে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন বাংলাদেশি আমেরিকান রিপাবলিকান ককাস-বিএআরসি। নিউইয়র্কের জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে আয়োজিত সভায় সংগঠনের পক্ষ থেকে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের অর্থনীতি দৃঢ় রাখা, পরবর্তী প্রজন্মের ভবিষ্যত নিশ্চয়তা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সীমান্ত সুরক্ষিত রাখতে রিপাবলিকানদের বিকল্প নেই। সংগঠনের সভাপতি ওয়াছি চৌধুরী এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। পরে করোনায় মারা যাওয়া ব্যক্তিদের আত্মার শান্তি কামনায় সর্ব ধর্ম প্রার্থনা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *