বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে রাঙামাটির কাপ্তাই হ্রদে অনুষ্ঠিত হয়েছে নৌকাবাইচ প্রতিযোগিতা। শহীদ মিনার এলাকার হ্রদে শতাধিক নৌকা ও সাম্পান এতে অংশগ্রহণ করে। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর ঊশৈ সিং, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড এই প্রতিযোগিতার আয়োজন করে।
