একদিনে তিনবার সুপার ওভারে ম্যাচ গড়ালো আইপিএলে। এর মধ্যে কিংস ইলেভেন পাঞ্জাব-মুম্বাই ইনডিয়ানস ম্যাচে প্রথমবারের মতো ফলাফল নির্ধারণে দু’বার সুপার ওভার হয়। আগে ব্যাট করে ৬ উইকেটে ১৭৬ রান তোলে রোহিত শর্মার দল। পাঞ্জাবেরও ইনিংস থামে ১৭৬-এ। এরপর প্রথম সুপার ওভারে মাত্র ৫ রান তুলে মুম্বাইকে একই রানে বেঁধে ফেলে লোকেশ রাহুলের দল। দ্বিতীয়বার পোলার্ডদের ১২ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলেন ক্রিস গেইলরা। এর আগে, দিনের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্স আর সানরাইজার্স হায়দরাবাদের ইনিংস থামে ১৬৩ রানে। সুপার ওভারে ডেভিড ওয়ার্নারদের দেয়া ৩ রানের লক্ষ্য সহজেই অতিক্রম করে এওইন মরগ্যানের দল।
