ক·বাজারের সদর উপজেলার পিএমখালী ও বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এক কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে ধর্ষক ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে র্যাব- ৭। আটককৃতদের ক·বাজার মডেল থানয় হস্তান্তর করা হয়েছে। উদ্ধারকৃত কিশোরী কে ক·বাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুনিরুল গিয়াস। আটককৃতরা হলো খরুলিয়া চেয়ারম্যান পাড়ার শাহাব উদ্দীন, পেকুয়া উজানটিয়ার আরমান হোসেন, হাটখোলাপাড়ার নুরুল আলম, পেঁচারঘোনার লোকমান। বাবার নেয়া ধারের টাকা আদায়ের জন্য ওই কিশোরিকে প্রায় দেড় মাস আটকে রেখে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে।
